মোজাম্মেলহক, গোয়ালন্দ: পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো ২০ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ।মাছটি বিক্রি হয়েছে২৮ হাজার টাকা।
জানাগেছে, রবিবার বেলা ১১ টার দিকে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলে তার কিছু ক্ষন পরে জাল টেনে নৌকায় উঠালে জালের মধ্যে দেখতে পায় বড় একটি কাতল মাছটি। ওজন দিয়ে দেখা যায়। মাছটির ওজন ২০ কেজি। তখন নদীর মাঝে নৌকার উপর থেকে জেলে হাসমত মুঠোফোনে যোগাযোগ করে।
স্থানীয় মৎস্য ব্যাবসায়ী শাজানের নিকট ১৩ শত টাক্ কেজি দরে মোট ২৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেন। পরে মাছটি ১৪ শত টাকা কেজি দরে মোট২৮ হাজার টাকায় মাছটি বিক্রি করে ঢাকার এক ব্যাবসায়ীর নিকট।