Saturday, January 4, 2025

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বালিয়াকান্দি থানা পুলিশের বর্ণাঢ্য শোভাযাত্রা

এস,এম রাহাত হোসেন ফারুক: “আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মাসেতু” শ্লোগানকে সামনে রেখে গৌরব ও মর্যাদার প্রতীক পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে সারাদেশে উৎসবের আমেজ বইছে। সেই ধারাবাহিকতায় রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

(২৫ জুন) শনিবার ঐতিহাসিক এই দিনে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন বালিয়াকান্দি থানায় কর্মরত সকল পুলিশ সদস্যগন ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বালিয়াকান্দি থানা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় থানা চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, গৌরব ও মর্যাদার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপেক্ষার প্রহর শেষে অদম্য বাঙ্গালি জাতির স্বপ্নের দোয়ার খুলেছে আজ। জাতি হিসাবে আজ আমরা গর্বিত। আবারও প্রমানিত হল বাঙ্গালি জাতি বীরের জাতি, অদম্য ইচ্ছা শক্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাইল ফলক পদ্মা সেতুর উদ্বোধন করায় আমরা তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here