রাজবাড়ী প্রতিনিধি: পদ্মা সেতুর অফিশিয়াল ট্রায়াল রানের জন্য ৮টি কোচ ও ১টি ইঞ্জিন সহ একটি ট্রেন রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে । পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ বুধবার হিসেবে (৬ই সেপ্টেম্বার) সকাল ১১ টায় পদ্মা সেতুর অফিশিয়াল ট্রায়াল রানের জন্য একটি ট্রেন রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, গত মঙ্গলবার সকাল পৌনে ১০টার সময় ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌছায়। ট্রেনটিতে ৮টি কোচ ও ১টি ইঞ্জিন রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ট্রেনে করে ভাঙ্গায় আসবেন।
আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার দৈর্ঘ্যর রেলপথের এই রেলপথের উদ্বোধন করবেন।