Tuesday, November 5, 2024

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ী পুলিশ সুপারের বাণী

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উপলক্ষে বাণী
পুলিশ সুপার, রাজবাড়ী।

সংযম ও আনন্দের অনন্য মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-ফিতর। পবিত্র এই দিনে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধান এবং সংযমের পরীক্ষায় উত্তীর্ন হয়ে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি। মানুষে মানুষের সম্প্রীতির এই মহা-আনন্দের দিন উপলক্ষে আমি রাজবাড়ীবাসী সবাইকে জানাই ঈদ মোবারক।

এবার আমাদের মাঝে এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ-উল-ফিতর এসেছে। বিশ্বজুড়ে অতিমারী করোনা ভাইরাসের থাবা থেকে বিশ্ববাসী অনেকটাই মুক্তি পেয়েছে। তাই এবারের ঈদ আনন্দ এক নতুন মাত্রায় উদযাপিত হবে। ফলে ধনী, গরিব সবার মুখে হাসি ফুটেছে। ঈদ-উল-ফিতর আমাদের শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সঞ্চারিত করে পরিশুদ্ধতার মানসিকতা। এ মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে নব উদ্দ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দে উদ্ভাসিত হয়ে উঠুক দেশের প্রতিটি নাগরিকের জীবন। এই দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্র আরও সুদৃঢ় হোক। আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি।

সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন,

ঈদ মোবারক।
জয় বাংলা। বাংলাদেশ চিরজীবি হোক।

শুভেচ্ছান্তে
এম এম শাকিলুজ্জামান
পুলিশ সুপার, রাজবাড়ী।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here