স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে পরিত্যাক্ত অবস্থায় ওয়ানশ্যুটার গান উদ্ধার (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করা হয়েছে।
২২শে ফেব্রুয়ারি (শনিবার) রাত দশটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর কালুখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জেলার কালুখালি থানাধীন বোয়ালিয়া ইউনিয়নে কালিনগর গ্রামের মৃত মোশারফ মন্ডলের ছেলে হেলাল মন্ডলের (৩৭) রান্না ঘর থেকে এলাকার স্থানীয় গনমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১টি লাল রঙের শপিং ব্যাগের মধ্যে একটি দেশীয় তৈরী ওয়ানশ্যুটার গান (আগ্নেয়াস্ত্র) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
কে বা কারা আগ্নেয়াস্ত্রটি রেখে গিয়েছিলো হয়তো নিরাপত্তার জন্য । হেলাল মন্ডল আমাদের খবর দিলে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয় এবং এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি ।