Friday, December 27, 2024

পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় নাসির,অমিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট

নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। চার্জশিটভুক্ত অপর আসামি হলেন শাহ শহিদুল আলম। এজাহারে নাম না থাকলেও তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় চার্জশিটে তার নাম যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই চার্জশিট জমা দেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. কামাল হোসেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম বলেন, আসামিদের মধ্যে নাসির ও অমি জামিনে আছেন এবং শহিদুলকে চার্জশিটে ‘পলাতক’ দেখানো হয়েছে।শহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ জুন চিত্রনায়িকা পরীমনি সাভার থানায় ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টার অভিযোগে মামলা করার পর দুপুরে ঢাকার উত্তরার একটি বাসা থেকে এজাহারভুক্ত দুই আসামি নাসির ও অমিকে গ্রেফতার করা হয়। এছাড়া অজ্ঞাত আরও চারজনকে মামলায় আসামি করেছিলেন পরীমনি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here