স্টাফ রিপোর্টারঃ ঘন কুয়াশার কারণে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে ।
১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোর পৌনে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরি চলাচল শুরু করে। এর আগে, বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টা থেকে পদ্মা-যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম দাইয়ান জানান, কুয়াশার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে দৃষ্টিসীমা শূন্য হয়ে যায়। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি আবার চালু করা হয়েছে।
নৌযান চলাচল বন্ধ থাকায় দক্ষিণবঙ্গগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো কিছুটা দুর্ভোগের শিকার হয়। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় বর্তমানে নৌপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ‘