Sunday, March 9, 2025

পাংশাতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

উজ্জল হোসেন, পাংশা: পাংশাতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশাতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

আজ সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এস.এম আবু দারদা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন – সহকারী কমিশনার( ভূমি) আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানম প্রমুখ। এসময় ইসলামি রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায় ২৫ জন অসহায় দুস্তদের মাঝে খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়।

সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ারও আহবান জানান ও দেশে নারীর প্রতি সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেন ও নারীর নিরাপত্তায় সরকারের প্রতি আরও দায়িত্বশীল হবার আহবান জানান।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here