Wednesday, January 22, 2025

পাংশায় অর্থনৈতিক শুমারি বিষয়ক অবহিতকরণ সভা

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলায় অর্থনৈতিক বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৩ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ বিষয়ক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে উপজেলা শুমারি সমন্বয়কারী আব্দুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পাংশা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, পাংশা মডেল থানার ইন্সেপেক্টর (তদন্ত) মোঃ রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, শুমারি উপজেলা কমিটির সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

সারা দেশে একযোগে ১০-২৬ ডিসেম্বর পর্যন্ত অর্থনৈতিক শুমারীর কাজ চলমান থাকবে। এ কার্যে পাংশা উপজেলায় ৫টি জোনে ভাগ করা হয়েছে-জোনাল অফিসার এস এম মাজেদুল ইসলাম (পৌরসভা-বাবুপাড়া ইউনিয়ন), বিল্পব কুমার কুন্ডু (বাহাদুরপুর-হাবাসপুর ইউনিয়ন), এ কিউ এম মহিউদ্দিন (মাছপাড়া-যশাই ইউনিয়ন), মোঃ আতাউর রহমান (কলিমহর-কসবামাজাইল) ও মনজিৎ দাস ( শরিসা,মৌরাট ও পাট্টা ইউনিয়ন)।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here