উজ্জল হোসেন, পাংশা: ‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণ স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উপলক্ষে রবিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীরা বলিষ্ঠ ভূমিকা রাখছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – প্রাণী সম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, সিনিয়র সাংবাদিক আব্দুল রশিদ, দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার উজ্জল হোসেন, আজকের পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি শামিম হোসেনসহ বিভিন্ন ইউপির গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।