উজ্জল হোসেন, পাংশা: “আগামী প্রজম্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক র্যালী ও মহড়া বের করা হয়। উপজেলা পরিষদ চত্বরে র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন – পাংশা থানার অফিসার ইনচার্জ মো.সালাউদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা রবিউল আলম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েল আহমেদ প্রমুখ।
এছাড়াও প্রশমন দিবস উপলক্ষে আরো উপস্থিত ছিলেন – উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ সহ সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।’