Wednesday, December 25, 2024

পাংশায় ওলামা সমাবেশ অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলায় ওলামাদের উদ্যোগে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর (শনিবার) পাংশা উপজেলা ওলামা বৃন্দের আয়োজনে পাংশা উপজেলার শিল্পকলা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা ওলামালীগের সভাপতি মাওঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরজ, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মাষ্টার, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুরো, পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আওয়াবুল্লাহ ইব্রাহী, হোগলা ডাঙ্গী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মীর মোঃ আব্দুল বাতেন প্রমুখ। উক্ত অনুষ্ঠান টি পরিচালনা করেন পাংশা শাহ জুঁই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ডঃ মাহাবুবুর রহমান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here