Wednesday, January 22, 2025

পাংশায় কক্টেল বিস্ফোরণ -বিএনপি’র নেতা চাঁদ আলী খান সহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের

রাজবাড়ী জার্নাল : রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপি’র সভাপতি চাঁদ আলী খান (৫৫) সহ ৯ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পাংশা মডেল থানার মামলা নং – ০১ ।

পাংশা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নাইমুর রহমান সোহাগ বাদী হয়ে পাংশা মডেল থানায় ১ নভেম্বর (বুধবার) মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাগেছে, বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে পাংশা থানা যুবলীগের আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা ছাত্র লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মারুফের নেতৃত্বে গতকাল ৩১শে অক্টোবর সন্ধায় পাংশা নারায়নপুর উপজেলা আওয়ামীলীগ অফিস এলাকা থেকে প্রায় ১৫০ জন নেতাকর্মী নিয়ে প্রতিবাদ মিছিল বের হয়। পাংশার বিভিন্ন এলাকা ঘুরে মিছিল ফিরে আসার সময় নারায়ণপুর জাকিরের হার্ডওয়ারের দোকানের সামনে আসার পর রাত ৮টায় মিছিলে কক্টেল নিক্ষেপ করে আসামীরা। এ সময় টায়ারের আগুন দেয়। ঘবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশের এস আই সেলিম হোসেন টিনের কৌটা দিয়ে মোড়ানোও বিস্ফোরিত ককটেল বোমার অংশ, ২ টি ককটেল ও আগুনে মোড়ানো টায়ারের অংশ উদ্ধার করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here