Thursday, January 23, 2025

পাংশায় কর্মশালা ও আলোচনাও সভা অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা :  “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশাল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে র‍্যালী শেষে পাংশা উপজেলা হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা, সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সালাউদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম সহ উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তাগন।

এছাড়াও উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগন সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগন।
আলোচনা সভায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন উপস্থিত অতিথিবৃন্দ।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here