Friday, January 10, 2025

পাংশায় কলেজ ছাত্র সিফাত হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন !!

পাংশা সংবাদদাতাঃ রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের মেধাবী ছাত্র মোঃ সাজিদুর রহমান (সিফাত) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পাংশা সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ মার্চ) সকালে পাংশা সরকারি কলেজ মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে একটি র্যােলী বের করে কালিবাড়ী মোড় হয়ে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।

মানবন্ধন চলাকালে নিহত সিফাতের হত্যাকারীদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, এভাবে যেন সিফাতের মত আর কাউকে জীবন দিতে না হয়। এসময় সিফাত হত্যার বিচার দ্রুত কার্যকর করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

উল্লেখ্য, গতবছর-২১ সালের ১২ জানুয়ারি  রাতে স্থানীয় সন্ত্রাসীরা মেধাবী ছাত্র সিফাতকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর আঘাত করে। পরে ১৩ ই জানুয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন শিক্ষার্থী সিফাত। ১৫ ই জানুয়ারি পাংশা মডেল থানায় ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পরিবার।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here