Sunday, December 22, 2024

পাংশায় ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

পাংশায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ।

৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজবাড়ী ২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম পক্ষে পরে উপজেলা প্রশাসন, পাংশা মডেল থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল সুমন কুমার সাহা, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, যুবলীগের আহ্বায়ক ফজলুল হক ফরহাদ, ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও আওয়ামীলীগের সংগঠনের নেতাকর্মীরা।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here