Monday, December 23, 2024

পাংশায় গোল্ডকাপ টূর্নামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ২০২৩ ফাইনাল খেলাটি বুধবার (১৪ জুন) বিকেল ৫ টার দিকে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ খেলায় যশাই ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহন করেন।

পাংশা ক্রিড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ১/৪ গোলের ব্যাবধানে বাহাদুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে।

মনোমুগ্ধকর এ খেলায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চাম্পিয়ন ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার রতন কুমার ঘোষ, জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সাংবাদিক মাসুদ রেজা শিশির,যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার। আরও উপস্থিত ছিলেন,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা শাহাদত হোসেন, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন, যশাই ইউপি চেয়ারম্যান আবু হোসেন খান, পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খাতুন, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা ক্রিড়া সংস্থার বিভিন্ন ব্যাক্তিগর্গ। উক্ত ফাইনাল খেলাটি দেখার জন্য হাজারো দর্শকের সমাগম হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here