Monday, December 23, 2024

পাংশায় চোরাই মটর সাইকেলসহ গ্রেফতার -১

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় একটি চোরাই মটর সাইকেল সহ মো. নয়ন প্রামানিক নামে এক চোরকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
শুক্রবার এক বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মাছপাড়া ইউপি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নয়ন মাছপাড়া ইউপির নওপাড়া গ্রামের মো. হযরত প্রামানিকের ছেলে।

মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মটর সাইকেলসহ চোর চক্রের এক সদস্য মো. নয়ন প্রামানিক কে হাতে নাতে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত মো. নয়ন প্রামানিক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মো. হযরত প্রামানিকের ছেলে।

পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, সম্প্রতি পাংশাতে কয়েকটি মটর সাইকেল চুরি হওয়ায় বিষয়টার উপর পাংশা থানা পুলিশ বিশেষভাবে নজর দেয়। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই দিপঙ্কর কুন্ডুসহ পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মাছপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার হেফাজতে থাকা একটি চোরাই মটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. নয়ন প্রামানিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সেই সাথে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here