Tuesday, October 15, 2024

পাংশায় জেলেদের মাঝে চাউল বিতরণ

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরে মা ইলিশ আহরণ নিষিদ্ধকালীন সময়ে মা ইলিশ অহরণে বিরত থাকা জেলেদের মাঝে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমে জনসচেতনতা সভা শেষে জেলে পরিবারের মাঝে এই চাউল বিতরণ করা হয়।

বুধবার (৯ অক্টোবর ) বেলা ১২.৩০ মিনিটের দিকে হাবাসপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ২ শত জন জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ কার্যক্রমের সার্বিক পরিচালনা করেন হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-মামুন খান।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই চাউল বিতরণ করা হয়। হাবাসপুর ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন – উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অত্র ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন সহ অত্র ইউপি সদস্যবৃন্দ। পরে হাবাসপুর ইউনিয়নে ২ শত জন জেলে পরিবারের উপকার ভোগীদের মাঝে ২৫ কেজি হারে এই চাউল বিতরণ করা হয়।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here