Thursday, January 23, 2025

পাংশায় জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ

  • উজ্জল হোসেন (পাংশা) রাজবাড়ী: মুজিব বর্ষ উপলক্ষে ২০২১-২২ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক জাটকা ইলিশ আহরণে বিরত জেলেদের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৮০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ১৬৪ জন কার্ডধারী জেলে পরিবারকে এ চাউল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন, ইউনিয়নের ১ নং ইউপি সদস্য মো. নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইউনিয়নের ৪ নং ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ৯নং ইউপি সদস্য জসিম উদ্দিন সহ ইউনিয়নের মৎস্যজীবি জেলেরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান সজিব বলেন- অনেকেই দুই তিনবার চাউল নিয়েছে। আমার ইউনিয়নে কার্ডধারি জেলের সংখ্যা রয়েছে ২১৭ জন এবার চাউল এসেছে ১৬৪ জনের। জারা এবার পাবেন না তারা আগামীতে আগে চাউল পাবেন। আমি সকল কার্ডধারী জেলে পরিবারের মাঝে সঠিক ভাবে চাউল বিতরণ করবো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here