Saturday, November 23, 2024

পাংশায় ঝড়ের কবলে মাঝির মৃত্যু

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাওপাড়া গ্রামের ক্ষিতিশ পোদ্দারের ছেলে বিরেন্দ্র নাথ পোদ্দার(৫৫) গতকাল মঙ্গলবার (১৬ মে) ভোর ৬ টায় বের হয়ে প্রতিদিনের ন্যায় যাত্রীসহ খেওয়ার নৌকা নিয়ে পাবনার সাতবাড়িয়া ঘাটে যায়। সাতবাড়িয়া ঘাটে পৌছালে নৌকা থেকে যাত্রী নামিয়ে নৌকাটা ঘাটে বেঁধে নিরাপদ জায়গায় চলে যায়, কিছু সময় পরে যখন ঝড় আসছিল তখন তিনি দ্রুত নৌকার ঘাটে এসে নৌকাটি শক্ত করে বাঁধার জন্য আসলে তখন নদীতে বড় বড় পানির ঢেউ নৌকাকে দোল দিচ্ছিল দেখে নৌকাটা বাচানোর জন্য শক্ত করে বাধার চেষ্টা করলে ঠিক ঐ মহূর্তে ঝড়ের গতিবেগ বেশি থাকার কারণে নৌকা টা তার গায়ের উপরে পড়ে যায় এবং তিনি নৌকার নিচে পড়ে যান। ঘটনাটা দূর থেকে দেখে একটা খড়ির ঘরে থাকা মোটরবাইক নামক একজন ব্যাক্তি তাকে উদ্ধার করতে গেলে তিনি তাকে খুঁজে না পেয়ে ডেঙ্গায় চলে যায়। পরে বাইক নামক ব্যাক্তিটি উপরে ঢেঙ্গায় গিয়ে কিছু লোক কে বললে তারা এসে নৌকার মাঝিকে অনেক খোজাখুজির পরে তার লাশের সন্ধান পাওয়া যায়। ঘটনা না টি মঙ্গলবার (১৬ মে) সন্ধা ৭টার দিকে ঘটেছে বলে জানান বিরেন্দ্র নাথ পোদ্দারের শালি ইতি রানী রায় ও বিরেন্দ্র নাথ পোদ্দারের মা মিনতী রানি রায়। বিরেন্দ্র নাথ পোদ্দারের মা মিনতী রানি রায় বলেন, আমার ছেলে প্রতিদিনই খেওয়া নৌকা নিয়া যায় কিন্তু ঝড় দেখে সে নৌকাটি ঝড়ে যাতে দড়ি ছিড়ে না যায় সেই জন্য নৌকার কাছে এসে নৌকাটি শক্ত করে বাধার চেষ্টা করলে এই ঘটনাটি ঘটবে কে জানতো।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here