Saturday, January 25, 2025

পাংশায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় ড্রাম ট্রাকের ধাক্কায় শহর আলী (৬৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার সিয়ালডাঙ্গী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আইনুদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি আহত হয়েছে।
নিহত শহর আলী কলিমহর ইউনিয়নের লাহিড়ী রঘুনাথপুর গ্রামরে সিতল মন্ডলের ছেলে। আহত আইনুদ্দিন কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বসুয়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শহর আলী মোটরসাইলকেল চালিয়ে বাইপাস সড়ক থেকে হাইওয়ে সড়কে উঠতে যায় এ সময় হাইওয়ে সড়কে চলাচলকৃত একটি ড্রামট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। ড্রামট্রাকের ধাক্কায় শহর আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত আইনুদ্দিন মোটরসাইকেলের পিছনে বসে ছিলেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহ নিহেতের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। ড্রাম ট্রাক ও মোটরসাইকেল আমাদের জিম্মায় রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here