Wednesday, January 22, 2025

পাংশায় ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে ট্রেনে কাটা পড়ে শাহিন (৩৩) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শাহিন পাংশা পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের মৃত আনছার আলী বিশ্বাস এর ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার কোন এক সময় সে পাংশা রেলওয়ে ষ্টেশনের পশ্চিম দিকে (বাবুপাড়া ইউনিয়নের অন্তর্গত) একটি রেল ব্রীজে অবস্থান করছিলো। রাত আনুমানিক ৭.৪৫ মিনিটের দিকে টুঙ্গীপাড়া এক্সপ্রেসে ট্রেনে কাটা পরে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ও রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। চার থেকে পাঁচ বছর আগে প্রেমে ব্যর্থ হয়ে শাহিন কিছুটা মানষীক ভারসাম্যহীন হয়ে পরে বলে কয়েকজনকে বলতে শোনা যায়। তবে স্থানীয়রা প্রাথমিকভাবে এটাকে আত্বহত্যা বলেই ধারনা করছেন।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ আলম বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে এবং লাশ পোষ্ট মর্টেমে পাঠানো হচ্ছে।

নিহত শাহিন চার ভাই ও তিন বোনের মধ্যে ৬ষ্ট ছিলো। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here