Sunday, December 22, 2024

পাংশায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

উজ্জ্বল হোসেন,পাংশাঃ রাজবাড়ীর পাংশায় টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আব্দুর রাজ্জাক মুন্সী (৫০) নামে ব্যবসায়ীর মৃত্যু। তিনি পাংশা পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের কুড়াপাড়ার বাসিন্দা ও একই ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল আলিমের বড় ভাই।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে নয়টার সময় কুড়াপাড়া রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক মুন্সী ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আরিফুল ইসলাম বলেন, ট্রেন আসতে দেখে আমি মোটরসাইকেল নিয়ে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে পড়ি। ট্রেনটি রেল ক্রসিং পার হওয়ার সাথে সাথে একটি বিকট আওয়াজ শুনতে পেয়ে গাড়ি থেকে নেমে দেখতে পাই যে একজন মোটরসাইকেল চালক সহ ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। তিনি পাংশা বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয় ও পরিবারের সদস্যদের সহায়তায় মরদেহটি বাড়িতে নিয়ে যায়।

এ বিষয়ে রাজবাড়ী রেলও‌য়ে থানার এসআই শ‌হিদুল ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, দূর্ঘটনার সংবাদ পে‌য়ে তারা ঘটনাস্থ‌লে যা‌চ্ছেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here