Monday, December 23, 2024

পাংশায় দাদার সাথে চা খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে শিশুর মৃত্যু

উজ্জ্বল হোসেন, পাংশা প্রতিনিধিঃ রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নে রবিবার (১৯ মার্চ) সকালে দাদার সঙ্গে চা খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে আবদুল্লাহ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আব্দুল্লাহ ইউনিয়নের বউবাজার এলাকার সৌদি প্রবাসী সেলিম শেখের ছেলে।

নিহত আব্দুল্লাহর দাদা মোঃ জনাব আলী শেখ জানান, প্রতিদিনের ন্যায় নাতিকে নিয়ে বাড়ির নিকটতম বউ বাজারে শাহাদাৎ ওরফে শাহাদুলের চায়ের দোকানে চা খেতে যাই। চা বানানো ইলেট্রিক হিটার জগ থেকে টেবিলের উপর রাখা ইস্টিলের ট্রেরের সাথে হাত লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মাটিতে পরে যায় আব্দুল্লাহ। এ সময় তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহবুব হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায়, ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উপস্থিততে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here