Friday, February 21, 2025

পাংশায় দুই গ্রুপের সংঘর্ষ -অস্ত্র সহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর পাংশায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আসামী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রাতে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজবাড়ী জেলা পুলিশ ।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৩ই জানুয়ারি সকাল সারে ১১ টার সময় সংবাদ পাওয়া যায় যে,পাংশা থানাধীন শরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী নামক স্থানে সন্ত্রাসী রাসেল গ্রুপের সাথে সন্ত্রাসী মিঠু গ্রুপের মারামারির ঘটনা সংঘটিত হচ্ছে। খবর পাওয়া মাত্র পাংশা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করে। এরই মধ্যে সন্ত্রাসী মিঠু’র ভাই ফারুক,পিতা- মোঃ খোরশেদ, সাং- পালেরডাঙ্গী, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী’কে জনৈক আব্দুল মালেকের বাড়ীর পাশে রাস্তায় রাসেল গ্রুপের সন্ত্রাসীরা মারপিট শুরু করে। এই সংবাদ পেয়ে সন্ত্রাসী মিঠু গ্রুপের লোকজন ঘটনাস্থলে এসে রাসেলকে আঘাত করে। তখন সন্ত্রাসী রাসেল তার সাথে থাকা আগ্নেয়াস্ত্র (দেশীয় ওয়ানশ্যুটার গান ) দিয়ে গুলি করার ভয় দেখায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া’র ঘটনা ঘটে। সন্ত্রাসী মিঠু গ্রুপের লোকজন সন্ত্রাসী রাসেলকে বেদম মারপিট করে। তখন স্থানীয় আঃ মালেক (গ্রেফতারকৃত আসামি) তার ঘরে থাকা দেশীয় অস্ত্র তরবারি হাতে মিঠু গ্রুপকে ধাওয়া দিলে মিঠু গ্রুপ পিছু হটতে বাধ্য হয়। এ সময় রাসেল গ্রুপের বক্কার হাতে ড্যাগার নিয়ে সন্ত্রাসী মিঠুকে ধাওয়া করে। এরুপ অবস্থা চলমান থাকার এক পর্যায়ে ধাওয়া খেয়ে সন্ত্রাসী রাসেলের হাত থেকে ওয়ানশ্যুটার গান পড়ে যায়। যা পরবর্তীতে আসামি আ: মালেকের বসত ঘরের দক্ষিন পাশ হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এমতাবস্থায় রাসেল আহত অবস্থায় মালেকের বসত ঘরের ভিতর দরজা বন্ধ করে অবস্থান করতে থাকে। পাংশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেয়। খবর পেয়ে রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোছা: শামিমা পারভীন ঘটনাস্থলে উপস্থিত হন। এসপি মহোদয়ের নির্দেশনায় এ সময় উক্ত স্থানে জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স-অফিসার মোতায়েন করা হয়। পুলিশ আসামি মালেকের বাড়ীর চারদিক ঘেরাও করে রাখে। পরবর্তীতে এসপি মহোদয়ের সরাসরি নেতৃত্বে থানা ও জেলা পুলিশের একটি শক্তিশালী টিম স্থানীয় লোকজনের সহযোগিতায় আসামী ১। রাসেল শেখ (৩০), পিতা- মৃত আঃ হক, ২। আঃ মালেক (৫৫), পিতা- মৃত কিয়ামুদ্দিন, ৩। আবু বক্কার সিদ্দিক (৪৩), পিতা- মৃত কিয়ামুদ্দিন সরদার, সর্ব সাং- পালেরডাঙ্গী, থানা-পাংশা, জেলা- রাজবাড়ীদের গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ১। একটি দেশীয় ওয়ানশ্যুটার গান, ২। একটি তরবারি ( বাটসহ প্রায় সাড়ে চার ফুট লম্বা) ৩। একটি ড্যাগার, ৪। একটি লোহার রড উদ্ধার করে এবং স্থানীয় লোকদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করে। মারপিটে আহত সন্ত্রাসী রাসেল’কে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রাখা হয়েছে। ঘটনায় জড়িত সন্ত্রাসী মিঠু গ্রুপের লোকজনসহ রাসেল গ্রুপের কিছু লোক পলাতক আছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এই বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। উক্ত এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।- প্রেস বিজ্ঞপ্তি ।।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here