Thursday, January 23, 2025

পাংশায় নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা পরিষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে ৭ উপজেলা সড়ক হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরার্জীণ সাম্প্রীতির হাত ধরি” প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্য, সংগীত ও আবৃত্তির মধ্য দিয়ে বর্ষবরণ পালিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পী, শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিল্পীগন গান পরিবেশন করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here