উজ্জল হোসেন, পাংশা: পাংশা উপজেলার হাবাসপুর ইউপির বেরি বাঁধ সংলগ্ন এলাকায় সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪:৩০ মিনিটের দিকে অবৈধভাবে বিনানুমতিতে ভেকু দিয়ে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারায় শাওন(২২) নামের একজনকে গ্রেফতার করে ১ এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
এ সময় একটি ভেকু জব্দ করে পাংশা থানার হেফাজতে রাখা হয়। জানা যায়- গ্রেফতারকৃত আসামীর বাড়ি কুষ্টিয়া সদরের হাটোহরিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল। এ-সময় পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।