Thursday, January 23, 2025

পাংশায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গ্রেফতার -১

উজ্জল হোসেন, পাংশা: পাংশা উপজেলার হাবাসপুর ইউপির বেরি বাঁধ সংলগ্ন এলাকায় সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪:৩০ মিনিটের দিকে অবৈধভাবে বিনানুমতিতে ভেকু দিয়ে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারায় শাওন(২২) নামের একজনকে গ্রেফতার করে ১ এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

এ সময় একটি ভেকু জব্দ করে পাংশা থানার হেফাজতে রাখা হয়। জানা যায়- গ্রেফতারকৃত আসামীর বাড়ি কুষ্টিয়া সদরের হাটোহরিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল। এ-সময় পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here