Wednesday, December 18, 2024

পাংশায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ের অফিস উদ্বোধন

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিমতলা মৈশালা বাজার (দক্ষিণ অঞ্চলের) আঞ্চলিক কার্যালয়ের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে মৈশালা বাজার ( নীমতলা বাজারে) এই অফিস উদ্বোধন করা হয়।

অফিস উদ্বোধনী অনুষ্ঠানে পাংশা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাবু সরদার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন – শীকল সংগঠনের সভাপতি গোলাম সরোয়ার বাবু, শীকল সংগঠনের সাধারণ সম্পাদক সুজন বিশ্বাস, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, শ্রমিক দল নেতা মো: কামাল গোমস্তা, বিএনপি নেতা আমিরুল ইসলাম, পাপ্পু, রুমি, বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জিল্লুর রহমান, যুবদল নেতা ওয়ালিদুর রহমান, ছাত্রদল নেতা রেজোয়ান রহমান রুদ্র, নাঈমুর রহমান দুর্জয়, কিবরিয়া, তুহিন, মাসুদ মন্ডল, হাবিল সরদার, পারভেজ বিশ্বাসসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ।
উল্লেখ্য, অনুষ্ঠানে পাংশা উপজেলা বিএনপির প্রয়াত নেতা মরহুম আব্দুল আজিজ সরদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here