Saturday, January 18, 2025

পাংশায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে পাংশা কলেজ মোড়ে অবস্থিত‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে’ পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু দারদা ও পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার,পরে মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তর, পাংশা প্রেসক্লাবসহ বেসরকারি,স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা সাড়ে ১০ টায় পরিষদ চত্তরে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম আবু দারদা। পরে পাংশা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম আবু দারদা,সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল,পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন,হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লতিফ খান সহ মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বিজয় দিবসের আয়োজন শেষ হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here