উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে পাংশা মডেল থানা পুলিশের তত্ত্বাবধায়নে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সংবর্ধনা, শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের ইফতার ও খাবার পরিবেশ, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।
২৬ মার্চ বুধবার সকাল ৮ টায় পাংশা কলেজ মোড়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়, পাংশা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ ও পাংশা পৌর সভা,অফিসার ক্লাব পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে পাংশা মডেল থানা পুষ্পমাল্য অর্পণ করেন। পরে পাংশা উপজেলার বিভিন্ন দপ্তর, পাংশা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ৯ টায় পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন আহম্মেদ। পরে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।”