Tuesday, December 31, 2024

পাংশায় বিশ্ব পানি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উজ্জল হোসেন(পাংশা)রাজবাড়ী: “Ground water: Making the invisible visible” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ৪ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে র‍্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, সমাজ সেবা কর্মকর্তা রবিউল আলম ও পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবির প্রমুখ।

এছাড়া বক্তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে পানির ব্যবহার, পানির উৎস সংরক্ষণ, পানিদূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পানি প্রাপ্যতা নিশ্চিতকল্পে পরিবেশ সংরক্ষণ, পানির প্রাপ্যতা সহজীকরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ বিশেষ করে বৃষ্টির পানি তথা প্রাকৃতিক পানি সংরক্ষণ কার্যক্রম জোরদার করার আলোকাপাত করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here