উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা থানা পুলিশের উপর বিস্ফোরক ঘটিয়ে পলাতক আসামি সজিব কে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গতকাল বুধবার (১১ ডিসেম্বর) পাংশা মডেল থানার এসআই তরিকুল ইসলাম ও এসআই মো. শাহারিয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার সাভার মডেল থানাধীন চাপাইন এলাকায় অভিয়ান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত সজিব পাংশা থানাধীন পাট্রা বিলপাড়া সফি শেখ এর ছেলে। এবিষয়ে পাংশা মডেল থানায় মামলা রয়েছে মামলা নং – ৪, গ্রেফতারকৃত আসামী সজিব এর বিষয়ে জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন বলেন, আসামিকে গ্রেফতার করে রাজবাড়ী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।