উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মৃত কাশেম মল্লিক এর বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা লুকমান হোসেন মল্লিক এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
গত বুধবার (১ জানুয়ারি), বেলা সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, পহেলা জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতাল থেকে লাশবাহিত এ্যাম্বুলেন্স যোগে মৃতদেহ বাহাদুরপুর গ্রামের বাড়িতে নেওয়া হলে সেখানে স্বজনরা শেষবারের মতো মরহুমের মুখখানা দেখে কান্নায় ভেঙে পড়েন। পরে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা’র উপস্থিতিতে গার্ড অব অনার দেওয়া হয়।
গার্ড অব অনারের শুরুতে বীর মুক্তিযোদ্ধা লুকমান হোসেন মল্লিক এর কফিনে জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা, বাহাদুরপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা শমসের মাস্টার, আমিনুল ইসলাম পাকুসহ পাংশার বাহাদুরপুর ইউনিয়ন এর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণী পেশার ও বিশিষ্ট ব্যক্তিরা বীর মুক্তিযোদ্ধা লুকমান হোসেন মল্লিক এর কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
পরে তারাপুর ঈদগাহ-গোরস্থান মাঠে জানাজার নামাজ শেষে তারাপুর গোরস্থানের মুক্তিযোদ্ধা কম্পাউন্ডে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
RJ/Desk .