Tuesday, January 7, 2025

পাংশায় বীর মুক্তিযোদ্ধা আ.হামিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বকশিপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মেম্বার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি), রাতে নিজ বাসভবনে

বীর মুক্তিযোদ্ধা আ.হামিদ

শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে বিকেলের দিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা’র উপস্থিতিতে গার্ড অব অনার দেওয়া হয়।

গার্ড অব অনারের শুরুতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মেম্বার এর কফিনে জাতীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। পর্যায়ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা ও বাহাদুরপুর ইউনিয়ন এর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শ্রেণী পেশার ও বিশিষ্ট ব্যক্তিরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মেম্বার এর কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

জানাযা শেষে তারাপুর কবরস্থানে মুক্তিযোদ্ধা কম্পাউন্ডে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল শতউদ্ব বছর। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও তিন কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here