Sunday, December 22, 2024

পাংশায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন – উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা দেলোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) প্রমুখ। এছাড়াও সেমিনারে আরো উপস্থিত ছিলেন – উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ।

সেমিনারে সাংবাদিক মাসুদ রেজা শিশির উপজেলা স্যানেটারী কর্মকর্তার উদ্দেশ্য করে বলেন, আইনের যে জায়গাটা একটাও যদি প্রয়োগ হতো যেমন চার লক্ষ, পাঁচ লক্ষ এমন টাকার যদি জরিপানা করা হতো তাহলে সহজেই কেউ অনিয়ম এ জড়াতো না। এমন কোন দৃষ্টান্ত যদি দেখাতো তাহলে আমাদের এই সেমিনার টা সার্থকতা হতো। সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন – আমাদের সাংবাদিকদের অনেক দোষ আমরা সাংবাদিকরা একটা জায়গায় যাই যাওয়ার পরে তাদের সাথে কথা বলি। পরে উপজেলা প্রশাসন বা কোন দপ্তরের কর্মকর্তার সাথে ঐ বিষয়টা নিয়ে কথা বললে তখন তারা ঐ জায়গায় গিয়ে বলে সাংবাদিকদের জন্যেই আমাদের এখানে আসা। ঠিক এই মেসেজটাই ঐখানে যায়। সেমিনারটি আয়োজন করেন উপজেলা প্রশাসন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here