Sunday, November 3, 2024

পাংশায় মদিনা ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

উজ্জ্বল হোসেন,পাংশাঃ  রাজবাড়ীর পাংশা পৌর বাজারে ভ্রম্যমান আদালত পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তর।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মদিনা ক্লিনিক ও দুইটি দোকানের মালিককে মোট ১৬ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৯ মে বেলা তিনটার সময় এ অভিযান চালানো হয়।

এ সময় মদিনা ক্লিনিকে ভোক্তা আইন এর ৫৩ ধারায় ৩ হাজার টাকা ও পরিবেশের ছাড়পত্র না থাকায় পরিবেশ আইনের ২০০৫ ও সংশোধিত আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই সময় পরিবেশ আইন ২০০৫ এর সংশোধিত আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় সাহা স্টোরে ১৫০০ ও রাজু স্টোরে ২ হাজার টাকা জরিমানা সহ ২৪.৫ কেজি পলিথিন জদ্ব করা হয়।

এ সময় ভ্রম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার, পরিবেশ কর্মকর্তা মিতালী রানী দাস, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, পাংশা থানার এসআই মোঃ কামাল হোসেন সহ আইন শৃঙ্খলা বাহিনীর পাংশা মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here