উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাংশা উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল সাড়ে ৭ টায় পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে এ দিবসের কার্যক্রম শুরু হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, উপজেলা প্রশাসন ও পরিষদ, পাংশা মডেল থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ,পাংশা সরকারী কলেজ, ফায়ার সার্ভিস, হাসপাতাল,শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতা কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করেন। পরে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শিত হয়। আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এ সময় শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধন করেন। পতাকা উত্তোলন শেষে স্বাধীনতা ও জাতীয় দিবসের উদ্বোধনী আলোচনা সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাঁদ আলী খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এ সময় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, সাবেক এমপি মসলেম উদ্দিন মোমেন, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা সরকারী কলেজর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নূশরাত হাছনীন, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ প্রদর্শন করেন বাংলাদেশ পুলিশ পাংশা মডেল থানা, আনছার- ভিডিপি, ফায়ার সার্ভিসের সদস্যগন ও পাংশা সরকারী কলেজের বিএনসিসি দল।