উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় ২ মোটরসাইকেল মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও আহত হয়েছেন ১ জন। শনিবার( ২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পূর্ব বাগদুলী গ্রামের কাশেম মহাজনের ইটের ভাটার সামনের সড়কে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত ওই যুবক উপজেলার পাট্টা ইউনিয়নের আশুর হাট গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে আবু সাদ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাদ বাড়ি থেকে পাংশার উদ্দেশ্যে রওনা দিলে পূর্ব বাগদলী কাশেম মহাজনের ইটভাটার সামনে পাকা রাস্তার উপরে আসলে অপর দিক থেকে আসা অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী ভিকটিমকে সজোরে আঘাত করে। ভিকটিম মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। আশেপাশের লোকজন ভিকটিমকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা অবনতি দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ভিকটিমের বাড়ির লোকজন ভিকটিমকে নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। ‘