উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
বিভিন্ন কর্মসূচির মধ্যে উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর বাজারে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আরশাদ আলী সর্দারের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভার শুরুতে সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনা সভা শেষে সকল শহীদদের স্বরণে দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে. এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব মণ্ডল, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: চাঁদ আলী খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল মামুন খান প্রমূখ।
এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।