উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল জলিলসহ সকল শিক্ষক মন্ডলী, অবিভাবকগন, শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া – সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেন অত্র প্রতিষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া – সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন- অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল জলিল। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ক্লাস ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ১ম, ২য় ও ৩য় তিন জন করে মেধাবীদের মাঝে বই বিতরণ করা হয়।’