Monday, December 23, 2024

পাংশায় শিক্ষকদের সাথে শিক্ষা উপমন্ত্রী নওফেলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে শিক্ষার সমস্যা নিরসন ও মান উন্নয়নে শিক্ষা উপমন্ত্রীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক অধ্যক্ষ মীর মো: আব্দুল বাতেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এম.পি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসন ৩৪০ এর সংসদ সদস্য এড: খোদেজা নাসরীন আক্তার হোসেন, সালমা চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোর্শেদ আরুজ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ও তিন উপজেলার মাদ্রাসা এবং মাধ্যমিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষকগন শিক্ষার সমস্যা নিরসন ও মান উন্নয়নে মন্ত্রীর নিকট বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here