Tuesday, July 29, 2025

পাংশায় শোবার ঘরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়-খোলা গ্রামে শোবার ঘরে সাপের কামড়ে মো. আক্কাস আলী মন্ডল (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আক্কাস আলী মন্ডল ওই গ্রামের মোঃ কহর আলী মন্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আক্কাস আলী। রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ তার ডান পায়ে জ্বালা ও ব্যথা অনুভব করেন। পরে আলো জ্বালিয়ে দেখতে পান পায়ের একটি অংশে রক্ত বের হচ্ছে এবং সাপের কামড়ের মতো দাগ রয়েছে। ঘরের আশপাশে খোঁজাখুঁজির পর দু’টি বিষধর সাপও দেখতে পান পরিবারের সদস্যরা।

ঘটনার পরপরই স্থানীয় এক কবিরাজকে ডেকে এনে ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসার চেষ্টা করা হয়। তবে অবস্থার অবনতি ঘটলে রাত ৩টার দিকে আক্কাস আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অনেকে জানান, বর্ষাকালে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। তাই যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here