Wednesday, January 22, 2025

পাংশায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পাটিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার( ২৪ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল এর
সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল মিল্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজীব হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান বিশ্বাস প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মী, ইউনিয়ন পরিষদের সদস্যগন, স্কুলের শিক্ষক মন্ডলী,বিদ্যালয়ের শিক্ষার্থীগন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন। আগামী ২ বছর পাটিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭৯ জন শিক্ষার্থী সপ্তাহে ৫ দিন এ কর্মসূচির আওতায় স্কুলে অবস্থান করা কালিন দুধ খাওয়ানো হবে।

পুষ্টি বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়। স্কুল মিল্ক কর্মসূচীর বাস্তবায়নে পাংশা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here