Wednesday, January 22, 2025

পাংশায় স্ত্রী চলে যাওয়ায় যুবকের আত্বহত্যা

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় স্ত্রী চলে যাওয়ায় নায়েব মোল্লা (৩৫) নামে এক যুবকের আত্বহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মার্চ) উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা গ্রামে এ ঘটনা ঘটে। নায়েব ওই গ্রামের আব্দুল হামিদের ছেলে।

নিহতের পিতা আব্দুল হামিদ বলেন, দুই বছর আগে আমার পুত্রবধু মারা যাবার পর আমার ছেলে নায়েব দ্বিতীয় বিবাহ করে। গত বেশ কিছুদিন আগে সেই বউ সংসার ত্যাগ করে চলে যাবার পর থেকে ও মানষিক ভারসাম্যহীন হয়ে পরে। সোমবার সকালে আমার স্ত্রী আলেয়া বেগম গলায় রশি পেঁচানো অবস্থায় নায়েবকে গোয়াল ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে। পরে তার শোর-চিতকারে আমরা ছুটে এসে ওকে নামিয়ে মৃত দেখতে পাই। পাংশা মডেল থানার সাব-ইনেস্পেক্টর মোজাম্মেল বলেন, এটি একটি আত্বহত্যা। পরিবারের ও আত্বিয়স্বজনের কোন অভিযোগ না থাকায় এবং কারো প্রতি কোন সন্দেহ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here