Wednesday, January 22, 2025

পাংশায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

উজ্জল হোসেন, পাংশা: “ বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি ” প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে দুই দিন ব্যাপি ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড -২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পৌরসভা মেয়র মো. ওয়াজেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার প্রমুখ।

এসময় অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here