Thursday, December 26, 2024

পাংশার নবাগত ইউএনও জাফর সাদিক চৌধুরী

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে রবিবার (৫ মার্চ) দুপুরে যোগদান করেছেন মোহম্মদ জাফর সাদিক চৌধুরী।

তিনি পাংশা উপজেলা প্রাঙ্গনে আসলে তাকে স্বাগত জানান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী ইউএনও মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, অফিসার্স ক্লাব পাংশাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এ সময় নবাগত ইউএনও’র সহধর্মীনীসহ পাংশায় কর্মরত মিডিয়া কর্মীগন উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও জাফর সাদিক চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে বিদায়ী ইউএনও মোহাম্মাদ আলীকে ফুলেল শুভেচ্ছা জানান নবাগত ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ৩৪তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা, তিনি ইতোপূর্বে দুদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে নিষ্ঠার সাথে কাজ করেছেন। চট্টগ্রামে তার জন্ম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী তাৎক্ষণিক উপস্থিত সকলের সাথে পরিচিত হন সেই সাথে পাংশা উপজেলায় ইউএনও হিসাবে কাজ করতে জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার হিসাবে তিনি পাংশাতেই প্রথম, এর আগে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কাজ করেছেন। নবাগত ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সকল শ্রেণী পেশার মানুষের দোয়া কামনা করেছেন। এরপর আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন । নবাগত ইউএনও কে দায়িত্ব বুঝিয়ে দেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাজবাড়ী জেলা পরিষদে নির্বাহী পদে বদলি হওয়া মোহাম্মাদ আলী।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here