Wednesday, January 22, 2025

পাংশার পারনারায়নপুর ব্রিজ থেকে R15 মোটরসাইকেল চুরি

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশার পারনারায়নপুর ব্রিজের পাশ থেকে R15 V3 black ( আর ওয়ান ফাইভ ভি থ্রী ব্লাক) মডেল এর মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনা ঘটেছে।

এবিষয়ে রাশেদুজ্জামান জানান, গত সোমবার (৯ সেপ্টেম্বর) ১২.৫ মিনিটের দিকে গাড়ি রেখে প্রতিদিনের ন্যায় পারনারায়নপুর ব্রিজের পাশে অবস্থান করি। কিছু সময় পরে গাড়ির কাছে আসলে আমার গাড়িটি দেখতে না পেয়ে দ্রুত পাংশা শহরের বিভিন্ন জায়গায় এমনকি ধাওয়াপাড়া ঘাট, লাঙ্গলবাধ ঘাটে গিয়েও খোঁজাখুঁজি করে চুরি হওয়া R15 V3 black ( আর ওয়ান ফাইভ ভি থ্রী ব্লাক), ঢাকা মেট্রো-ল-৫২-৭৯৮৯ মোটরসাইকেল টি পাইনি! থানায় লিখিত অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন – এ ব্যাপারে আমি পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

তিনি আরও বলেন – আমার চুরি হওয়া মোটরসাইকেল টি কেউ খোঁজখবর পেয়ে থাকলে ০১৭৪৯-৪৫৭৫৩৯ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। তথ্য দাতার পরিচয় গোপন রেখে তাকে পুরস্কৃত করা হবে বলেও তিনি জানান।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here