Thursday, January 23, 2025

পাংশার বাহাদুরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও সদস্য নবায়ন অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা : পাংশার বাহাদুরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও সদস্য নবায়ন -২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের আয়োজন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাহাদুরপুর ইউপি শাখা।

পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমির সভাপতিত্বে ও যুগ্ন-আহবায়ক মো. মনসুর সরদার এর সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর কার্যনির্বাহী সদস্য ইশতিয়াক আহমেদ লিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর কার্যনির্বাহী সদস্য আবুল কালাম সিকদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর জাতীয় পরিষদ সদস্য আশরাফুল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা শাখা আওয়ামী যুবলীগের আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মারুফ, পাংশা শাখা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুন, ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজিব হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বিশ্বাস, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাকিলসহ ইউপির আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এর নেতাকর্মীরা। সম্মেলনে পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজমুল হাকিম রুমি বলেন, কমিটিতে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে তিনজনের জীবনবৃত্তান্ত পেয়েছি, আগামী ২৪ তারিখ এর মধ্যে কমিটির নতুন নেতৃত্বদান কারীদের নাম ঘোষনা করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here