উজ্জল হোসেন, পাংশা (রাজবাড়ী) : পাংশার বাহাদুরপুরে খাদ্যশস্য ও বীজ সংরক্ষণের জন্য নির্ধারিত ৩৮০ টি উপকারভোগীদের মাঝে পারিবারিক সাইলো (ড্রাম) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে দুপুর ২:৩০ মিনিটে এ সাইলো বিতরণ করা হয়।
সাইলো বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো: সজিব হোসেন। বিতরণ কার্যক্রমে এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মো: রমজান আলী, ইউপি সদস্য ডাবলু মোল্লা, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, রুহুল আমিন, জামরুল ইসলাম, আবুল কালাম (আজাদ), রেহেনা খাতুন, হেলেনা খাতুন প্রমুখ।
পারিবারিক সাইলোর (ড্রাম) সুবিধাসমূহ হল এটি বায়ু ও পানি প্রবেশ প্রতিরোধক, আপদকালীন সময়ে পরিবারে জরুরী খাদ্য সরবরাহ করা যায়, পানির ভেতর ডোবানো অবস্থায়ও খাদ্যশস্য নষ্ট হয় না, প্রাকৃতিক দুর্যোগের সময়ও এর গুণগত মান নষ্ট হয় না।